মেহেরপুরে আমের মুকুলে দুলছে চাষিদের স্বপ্ন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি:প্রকৃতিতে বিদায় ঘণ্টা বেজে গেছে শীত বুড়ির। সময়ের পালাবদলে দুয়ারে কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। আগুন ঝরা ফাগুনের আবাহনে ফুটেছে শিমুল, পলাশ। নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। মৌমাছির দল গুনগুন করে ভিড়তে শুরু করেছে আম্রমুকুলে। গাছের শাখা-প্রশাখায় স্বর্ণালী ফুলগুলো চারিদিকে যেনো ফাগুনের রূপের ব্যঞ্জনাময় উৎসবের জানান দিচ্ছে।
গাংনীর সবুজ প্রকৃতির আমেজ অনেকটা আবেগের। বসন্তের ফাগুন আর আমের মুকুল তাই যেন একই সুতোয় গাঁথা। এই সময় কমবেশি সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে চির সবুজ আমগাছের মগডালে। আমের গাছে সদ্য মুকুল ফোটার এ দৃশ্যে ছেয়ে গেছে গাংনীর শহর ও গ্রাম। আম লাভজনক হওয়ায় প্রতিবছরই আমবাগানের সংখ্যা বাড়ছে। তবে গড়ে ওঠা নতুন আমবাগানগুলোর প্রায়ই হাইব্রীড জাতের। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ক্ষিরসাপাত ও আশ্বিনা জাতেরই গাছ রোপন করা হচ্ছে কম।
গাংনীর ভোমরদহ গ্রামের বাগান দাউদ হোসেন জানান, এ বছরের আবহাওয়া আমের জন্য অনুকূলে । টানা শীত ও কুয়াশার দাপট ছিল গত বছরের চেয়ে কম। গতবারের মতো মওসুমের শুরুতে শিলাবৃষ্টিও হয়নি। এরই মধ্যে অনেক গাছে মুকুল আসতে শুরু করেছে। আশা করা যাচ্ছে ভরা ফাগুনে এবার আম গাছে পর্যাপ্ত মুকুল আসবে। তবে এ মুহূর্তে শিলাবৃষ্টি হলে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হবে। তাই আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যথেষ্ট শঙ্কাও কাজ করছে। তবে পরিস্থিতি অনূকূলে থাকলে এবারও বাম্পার ফলন হবে বলেও জানান তিনি।
অপর আমচাষি ধর্মচাকী গ্রামের শাহিদুজ্জামান জানান, আমের জন্য এখন আর অফ ইয়ার বা অন ইয়ার নেই। বছরজুড়ে গাছের পরিচর্যায় এখন আমের ভালো ফলন পাওয়া যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শে গাছে মুকুল আসার আগেই বালাই নাশক ব্যবহার করা হয়। এতে গাছে বাস করা হপার বা শোষকজাতীয় পোকাসহ অন্যান্য পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। যদি সঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যেত বলে জানান এই আমচাষি।
মেহেরপুর জেলা কৃষি অফিসার জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছে খুব একটা কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয়নি। তবে ছত্রাকজনিত রোগেও আমের মুকুল-ফুল-গুটি আক্রান্ত হতে পারে। এ ক্ষেত্রে ম্যানকোজেট গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম অথবা ইমাডোক্লোরিড গ্রুপের দানাদার প্রতিলিটার পানিতে দশমিক দুই গ্রাম, তরল দশমিক ২৫ মিলিলিটার ও সাইপারম্যাক্সি গ্রুপের কীটনাশক প্রতিলিটার পানিতে এক মিলিলিটার মিশিয়ে স্প্রে করতে হবে।
আবার মুকুল গুটিতে রূপান্তর হলে একই মাত্রায় দ্বিতীয়বার স্প্রে করতে হবে। এছাড়া পাউডারি মিলডিউ নামের এক প্রকার ছত্রাকজনিত রোগেও আমের ফলনের মারাত্মক ক্ষতি হতে পারে। কখনও গাছে এ রোগের আক্রমণ দেখা দিলে অবশ্যই সালফার জাতীয় ছত্রাকনাশক প্রতিলিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সাত থেকে ১০ দিন পরপর দুইবার স্প্রে করতে হবে বলে জানান তিনি।
জেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ধান গম বা অন্য ফসলের মতো আম উৎপাদনের কোনো লক্ষ্যমাত্রা কৃষি অধিদফতরের কাছে থাকে না। তবে মেহেরপুর এলাকায় ৪৭ হেক্টর জমিতে আমগাছ রয়েছে। আগামী বৈশাখ-জ্যৈষ্ঠে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এখান থেকে প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা করা যাচ্ছে।