ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে এশিয়ান অনুর্ধ্ব -২০ ভলিবল দলের কনিষ্ঠ খেলোয়াড় পারভেজ মোশারফ ও বাংলাদেশ ভলিবল দলের সাবেক অধিনায়ক আফজাল হোসেনকে সংবর্ধনা প্রদান

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি। ২১ তম এশিয়ান অনূর্ধ্ব -২০ ভলিবল চ্যাম্পিয়নশীপ -২০২২ বাংলাদেশ জাতীয়দলের সর্ব কনিষ্ঠ মেহেরপুরের গাংনী ভলিবল একাডেমির উদীয়মান খেলোয়াড় পারভেজ মোশারফ ও গাংনী ভলিবল একাডেমীর কোচ, বাংলাদেশ জাতীয় ভলিবল দল এবং বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল দলের সাবেক অধিনায়ক আফজাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টার সময় গাংনী ভলিবল একাডেমির আয়োাজনে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক কমিটির আহবায়ক ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শ্ক্ষিক আশরাফুল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনীর সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পারভেজ মোশারফ আমাদের অহংকার, আমাদের গর্ব, গাংনীর গর্ব। আফজাল হোসেনের অবদান আমাদের মনে অহংবোধ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্রীড়াবিদ আতর আলী।
সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাবেক ফুটবলার ও িিসনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
এসময় বক্তব্য রাখেন, ক্রীড়াসংগঠক আমিনুল হক রতন, এ্যাড. আতাউল হক আন্টু, প্রভাষক শাহীনুজ্জামান, প্রভাষক আবু সায়েম পল্টু, সৈয়দ জাকির হোসেন, সাহাবউদ্দীন মাষ্টার, ক্রীড়াপ্রেমী রফিকুল ইসলাম, আলামীন হোসেন প্রমুখ। সবশেষে সংবর্ধিত ভলিবল খেলোয়াড় আফজাল হোসেন ও পারভেজ মোশারফকে ফুলের মালা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় পার্শ্ববর্তী রাজনগর ভলিবল দলের কোচ ম্যানেজার ও অধিনায়ক সংবর্ধিত খেলোয়াড়দের ফুলের মালা গলায় পরিয়ে দেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |