ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে এশিয়ান অনুর্ধ্ব -২০ ভলিবল দলের কনিষ্ঠ খেলোয়াড় পারভেজ মোশারফ ও বাংলাদেশ ভলিবল দলের সাবেক অধিনায়ক আফজাল হোসেনকে সংবর্ধনা প্রদান

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি। ২১ তম এশিয়ান অনূর্ধ্ব -২০ ভলিবল চ্যাম্পিয়নশীপ -২০২২ বাংলাদেশ জাতীয়দলের সর্ব কনিষ্ঠ মেহেরপুরের গাংনী ভলিবল একাডেমির উদীয়মান খেলোয়াড় পারভেজ মোশারফ ও গাংনী ভলিবল একাডেমীর কোচ, বাংলাদেশ জাতীয় ভলিবল দল এবং বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল দলের সাবেক অধিনায়ক আফজাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টার সময় গাংনী ভলিবল একাডেমির আয়োাজনে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক কমিটির আহবায়ক ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শ্ক্ষিক আশরাফুল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনীর সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পারভেজ মোশারফ আমাদের অহংকার, আমাদের গর্ব, গাংনীর গর্ব। আফজাল হোসেনের অবদান আমাদের মনে অহংবোধ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্রীড়াবিদ আতর আলী।
সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাবেক ফুটবলার ও িিসনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
এসময় বক্তব্য রাখেন, ক্রীড়াসংগঠক আমিনুল হক রতন, এ্যাড. আতাউল হক আন্টু, প্রভাষক শাহীনুজ্জামান, প্রভাষক আবু সায়েম পল্টু, সৈয়দ জাকির হোসেন, সাহাবউদ্দীন মাষ্টার, ক্রীড়াপ্রেমী রফিকুল ইসলাম, আলামীন হোসেন প্রমুখ। সবশেষে সংবর্ধিত ভলিবল খেলোয়াড় আফজাল হোসেন ও পারভেজ মোশারফকে ফুলের মালা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় পার্শ্ববর্তী রাজনগর ভলিবল দলের কোচ ম্যানেজার ও অধিনায়ক সংবর্ধিত খেলোয়াড়দের ফুলের মালা গলায় পরিয়ে দেন।

You must be Logged in to post comment.

রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |     গাংনীতে ভ্রাম্যমান আদালতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জামাই শ্বশুরের জরিমানা     |