মেহেরপুরে এসডিজি অর্জনে ‘আমরা করবো জয়’ শীর্ষক মতবিনিময় সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে সরকারের এসডিজি অর্জনে ‘ আমরা করবো জয়’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের আমঝুপিতে গড়ে উঠা একমাত্র মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক)এর আয়োজনে এসডিজি অর্জন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টার সময় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মউকের বিভিন্ন প্রকল্পের সহস্র্যাধিক নারী পুরুষ(সদস্য-সদস্যা) স্বতঃ¯ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা প্রশাসক মো. শামীম হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মেহেরপুর গড়ার রুপকার অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. রাফিউল আলম (পিপিএম-সেবা), মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দীন আহম্মেদ চুন্নু, গণ স্বাক্ষরতা বিভাগের পরিচালক মুস্তাফিজুর রহমান, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গকে ফুলের শুভেচ্ছা স্বরুপ পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এসডিজি উন্নয়ন কার্যক্রম নিয়ে মউক নানা ভাবে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
এঞ্চে উপবিষ্ট অতিথিদের সম্মানার্থে এবং বরণ করে নিতে মউকের শিল্পীদের পরিবেশনায় মউক সঙ্গীত পরিবেশিত হয়। পরে খুলনা থেকে আগত রুপান্তর শিল্প গোষ্ঠীর পরিবেশনায় এসডিজির ১৭ টি লক্ষ্যমাত্রা তুলে ধরে পট গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলে।
মতবিনিময় সভার শুরুতে এসডিজি অর্জনে মউকের ভূমিকা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
সভায় উন্মুক্ত আলোচনা সভায় ব্ক্তব্য রাখেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সনাতন ধর্মের নারী নেতৃ সপ্তমী দাসী ও ওয়াচ গ্রæপের প্রতিনিধি আসকর আলী। অনুষ্ঠানে মউকের প্রোগ্রাম ম্যানেজারবৃন্দ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্যবৃন্দ, আউপ অব স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ওয়াচ গ্রæপের সদস্যবৃন্দ,এসএমসি পিটিএ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করে।