মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. রাফিউল আলম এর সভাপতিত্বে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায়‘ কমিউনিটি পুলিশিংএর মূলমন্ত্র, শান্তি শৃ্খংলা সর্বত্র’ এই প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, জেলা পরিষদের সব নির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল বাসার, সাধারন সম্পাদক আশকার আলী প্রমুখ্।
এদিকে পুলিশিং ডে উপলক্ষে আগে একটি র্যালি বের করা হয়। পুলিশ সুপার মো. রাফিউল আলমের নেতৃত্বে র্যালিটি পুলিশ লাইন মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে হয়।