মেহেরপুরে কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরের দিকে কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত পিপি কাজী শহিদুল হকের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলঅ পরিষদেও চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল হক।
শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাবেক পিপি এ্যাড, খোন্দকার একরামুল হক হীরা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারিবদ্ধবাবে দাড়িয়ে ফুল ছিটিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বরন করে নেয়।