মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং পিরোজপুর ইউপির উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও ফাষ্ট এইড বক্সসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে কৃতি শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, ইয়ারুল ইসলাম। পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ্।