মেহেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছওে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার খোকসা মাঠে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষি্িবদ শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলঅ প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, সাধারন সম্পাদক ও বারাদি ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বুড়িপোতা ইউপি পরিষদের চেয়ারম্যান শাহজাহান , শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল হক শান্তি প্রমুখ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজে কৃষকের মাথাল মাথায় দিয়ে ধান কর্তন করেন। এসময় এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।