মেহেরপুরে কৃষি মন্ত্রীর আগমন। সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে কৃষি মন্ত্রী ড. আব্দু রাজ্জাক ও জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর সম্মানে সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড, মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, পিপি পল্লব ভট্টাচার্যসহ স্থানীয় নেতৃবৃন্দ সাংস্কুতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে কৃষি মন্ত্রী ড, মোহাম্মদ আব্দুর রাজ্জাক মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌছালে জেলা প্রশাসক ড,মোহাম্মদ মুনসুর আলম খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।