মেহেরপুরে ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট শেষে পুরস্কার বিতরন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২৩ এর আওতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা ক্রীড়া অফিস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
সোমবার সকালে জেলা ক্রীড়া অফিস মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মেহেরপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেহেরপুর ইমরুল কায়েস ক্রিকেট একাডেমির পরিচালক সোহেল রানা সবুজ, ইয়াং ট্ইাগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদুর রহমান জিকো, সিনিয়র ক্রিকেটার লিটিল, জেলা ক্রীড়া অফিস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি, রানার আপ এমকেএসপি ম্যান অব দ্য ফাইনাল ইয়াং টাইগার এর অধিনায়ক জিকো, ম্যান অব দ্য টুর্নামেন্ট এমকেএসপির ওমর সহ প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।