মেহেরপুরে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস পালনে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুওে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুদ দিবস উপলক্ষে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৫ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুিষ্ঠত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সমাবেশের শুরুতেই মাসুদ অরুণের নেতৃত্বে কাঁসারী বাজার মোড় থেকে সংক্ষিপ্ত মৌন মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সম্পাদক আমজাদ হোসেন, সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সেক্রেটারী সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গুম খুন করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। এবার হামলা মামলা চালিয়েও চলমান আন্দোলনকে দমন করা যাবে না। ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে রাজনৈতিক কৌশল বদলে রাজপথে মোকাবেলা করা হবে।
জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।