মেহেরপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর জেলার গ্রাম পুলিশদের মাঝে পোশাকসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান পোশাক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দূল কাদির মিয়া, এনডিসি গোলাম রব্বানী প্রমুখ।
মেহেরপুর জেলা ২০ টি ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার -দফাদার) ১৯০ জনের মাঝে জামা, জুতাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।