ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে চলতি মৌসুমে বাধাঁ কপির বিদেশ যাত্রা কৃষকদের মুখে হাসি

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে বাঁধা কপি অবশেষে দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করেছে। লোকসানের ছায়া থেকে লাভের হাতছানিতে কৃষকের মুখে অনাবিল হাসি।
রাজাসান,সুপারম্যান, এটলাস-৭০, এটোম কেকে ক্রস, টফিক সান,সুপার সান,গ্রীণ বল নামধারী জাতের বাধাঁকপি চাষ করে অনেক চাষী লাভবান হয়েছে। একইভাবে নিনজা, হোয়াইট বল,একটেল ও বিগসট জাতের ফুল কপির চাষ করা হয়েছে। শীত মৌসুমে বাঁধাঁ ও ফুল কপি চাষ করে অসংখ্য সবজি কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।ফলে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে কপি চাষ। কিন্তু চলতি শীত মৌসূমের আগে গরমকালে কপির লিফ বাইট বা পাতা ঝলসানো রোগ দেখা দেওয়ায় কিছু কিছু চাষি ক্ষতির শিকার হয়েছে বলে কৃষকরা জানান।

গাংনী উপজেলার গাড়াডোব,সাহারবাটি,হিন্দা, মটমুড়া, হোগলবাড়িয়া, যুগিন্দা, গাড়াডোব,বাগুন্দা গ্রামের কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় কপি চাষ করেছে।
সাহারবাটি গ্রামে ব্যাপক হারে এ কপি চাষ হয়ে থাকে। প্রতিদিন সবজিখ্যাত সাহারবাটী ও আশে পাশের গ্রাম থেকে ১৫ থেকে ২০ ট্রাক কপি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এক সময় এই মাঠে বালুময় জমিতে ধান-পাট ছাড়া অন্য ফসলের চাষ তেমন একটা হতো না। প্রায় ৩০ বছর আগে এ গ্রামে কপি চাষ শুরু হয়। লাভজনক আবাদ হিসেবে কপি চাষে আগ্রহী হয়ে ওঠে এলাকার কৃষকেরা। এছাড়াও কপি চাষ সাহারবাটি গ্রাম থেকে বর্তমানে ছড়িয়ে পড়েছে উপজেলাসহ জেলার বিভিন্ন গ্রামে। এ চাষের মাধ্যমে কৃষকেরা বেশ লাভবানও হচ্ছে। এখানকার উৎপাদিত কপি জেলার চাহিদা মিটিয়ে রাজধানি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।বর্তমানে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , কুয়েত, কাতারেও বাঁধা কপি প্যাকেটজাত হয়ে রফতানি হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এ বছর এ উপজেলায় বাঁধা কপির চাষ হয়েছে ৫০০ হেক্টর ও ফুল কপির চাষ হয়েছে প্রায় ২০০ হেক্টর জমিতে ।
শীতকালীন কপি চাষী হিন্দা গ্রামের আমিরুল ইসলাম জানান, তিনি এবার ৫ বিঘা জমিতে কপির চাষ করেছেন। এ চাষে তার বিঘা প্রতি খরচ হয়েছে ১২ থেকে ১৮ হাজার টাকা, বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ হাজার টাকায়। বিঘা প্রতি জমিতে ৪৫ থেকে ৬০ হাজার টাকা লাভ হচ্ছে।

সাহারবাটি গ্রামের কপি চাষি সোহেল জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে এটোম টফিক সান জাতের কফি চাষ করেছেন। তিনি আশা করেন বিদেশে চাহিদার তুলনায় বাজার দর ভাল হলে প্রায় ৪ লক্ষ টাকা লাভ হবে ।

গাড়াডোব গ্রামের কপি চাষি তৈয়ব,যুগিন্দা গ্রামের জাকির হোসেন বলেন, এবার আমাদের ৪বিঘা করে কপি রয়েছে। জমিতে এটলাস-৭০, ট্রফিকসান জাতের কপি চাষ করেছেন এবার বাজার দর ভাল হলে লাভবান হওয়ার আশা তাদের। এখানকার কৃষি বিভাগের মাঠ পর্যয়ের কর্মকর্তাদের পরমর্শে বছরে তিন মৌসুমে কপি চাষ করছে চাষীরা । কৃষি বিভাগের পরামর্শে এ কপি চাষে লাভবান হচ্ছে কৃষকরা ।

এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা জানান,চাষীরা বর্তমানে বছরে তিনটি মৌসুমে ফুলকপি ও বাঁধাকপি চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন করছে।মৌসুমে কিছুটা পোকা মাকড়ের উপদ্রব বেশী হয়।শীতকালীন আবাদে পোকামাকড় কম থাকে। গাংনীর কৃষকদের এমন আবাদ দেখে পার্শ্ববর্তী জেলার কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে কৃষিতে বিপ্ল¬ব ঘটেছে বলে তিনি মনে করেন।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |