ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে জঙ্গীবাদ ও মাদকাসক্তি বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সুজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গীবাদ,মাদকাসক্তি বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো, জামিরুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জঙ্গীবাদ ও মাদকাসক্তি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |