মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ দুদকের মামলার রায়কে ফরমায়েশী দাবি করে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ড. জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় ঘোষনার প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রবিবার সকাল ১০ টার সময় বিক্ষোভ মিছিলটি আইনজীবী ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন প্রদক্ষিণ করে আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড, মারুফ আহম্মেদ বিজনের নেতৃত্বে এসময় এ্যাড. আনোয়ার হোসেন , এ্যাড. মোখলেছুর রহমান স্বপন, এ্যাড. কামরুজ্জামান , এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. আসাদুল আজম খান খোকন, এ্যাড. সাইদুর রহমান টোকন, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন অনল, এ্যাড. ফরিদউদ্দীন সহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন