মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৩ পালিত হয়েছে। ‘ আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মেহেরপুর সার্বেল অফিসের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সড় নিরাপত্তা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মেহেরপুর এর সহকারী পরিচালক সৈয়দ আইনূল হুদা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন. মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহা. আনিসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান প্রমুখ। এ সময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেও মাঝে সড়ক নিরপত্তা মূলক সচেতনামূলক আলোচনা করা হয়।