মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাকে এগিয়ে নিতে অবদান রাখা, শিক্ষার্থী ঝওের পড়া রোধ কল্পে কাজ করা , শিক্ষার্থীদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত করা , সঠিক ভাবে পাঠ দান করা, সঠিক সময়ে বিদ্যালয়ে হাজিরা দেয়া, বিদ্যালয় পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে মেহেরপুর জেলার শ্রেষ্ঠদের নির্বাচিত করা ও তাদের জাতীয় শিক্ষা পদক-২০২৩ ঘোষনা করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন , গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মো.আলাউদ্দীন ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন, গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা চেয়ারম্যান ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি ভূষিত হয়েছেন মেহেরপুর সদরের হান্নানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আলামিন হোসেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজ কর্মী হিসাবে মনোনীত হয়েছেন ষোলটাকা ্ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, শ্রেষ্ঠ কাব শিক্ষক মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক লুৎফর রহমান।
গাংনী উপজেলার দুর্লভপুর দক্ষিণ ভরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াছমিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এমনিভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন, মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক হয়েছেন, মেহেরপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা ইয়াছমিন। এছাড়াও শ্রেষ্ঠ ইন্সট্রাক্টরসহ নানা ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়েছে।