মেহেরপুরে জাতীয় সংবিধান দিবস-২০২৩ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা


মেহেরপুর জেলা প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা ’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মেহেরপুরে জাতীয় সংবিধান দিবস-২০২৩ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
জেলা প্রশাসক মো. শামীম হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামীলীগের সেকেটোরী ও গাংনী উপজেলা পরিষদেও চেয়ারম্যান এম এ খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক (অতিরিক্ত)আব্দুল করিম, এলজিআরডি কর্মকর্তা শামীম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, সহকারী প্রশিক্ষক রোকুনুজ্জামান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায়ী ফিরাতুল ইসলাম আব্বাস, সার্থক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
একইভাবে গাংনী উপজেলা প্রশাসন এর উদ্যোগে দিবস টি পালন উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংবিধান দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সঞ্চালনা আলোচনা সভায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী ,রাজনৈতিক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, জাতীয় পার্টি জেপির ্েকন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম প্র্রমুখ।
এছাড়াও জাতীয় সংবিধান দিবসের উপর বক্তব্য রাখেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, শিক্ষক আবুল কাশেম, গাংনী উপজেলা মৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমান , শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, প্রভাষক নাসিরউদ্দীন, উপজেলা কৃষকলীগের সম্পাদক ও মশিউর রহমান পলাশ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমিরুল ইসলাম অল্ডাম