মেহেরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালের দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠে খেলা ধূলার আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম জাহিদ হোসেনের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এমওবায়দুল বাসার, কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর , সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু নোবেল প্রমুখ্ ।