মেহেরপুরে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : দুর্নীতির ২ মামলায় ১৭ বছরের সাজা স্থগিত করে সাময়িক মুক্তি থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা করেছে মেহেরপুর জেলা বিএনপি।
শনিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ আরুণ ও সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে পদযাত্রার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পদযাত্রাটি শহরের পুরাতন ঈদগাহ ময়দান থেকে শুরু করে শহরের কলেজ মোড়, হোটেল বাজার মোড় ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।