মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গুণীজন সম্মাননা-২০২১ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গুণীজন সম্মাননা -২০২১ প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৫ জন গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে নাটক বিভাগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সদস্য মোখলেছুর রহমান, শিল্পী ক্যাটাগরীতে মেহেরপুরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সেলিনা আক্তার, যাত্রা শিল্পী ক্যাটাগরীতে ডা. শরিফউদ্দীন ঠান্ডু, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনের ক্যাটাগরীতে জাহিদ হাসান রাজিব এবং যন্ত্রশিল্পীতে লাল্টু মন্ডলকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি নুরুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শামীম হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম । গুনীজন সম্মাননা অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে দেয়া হয়। পরে সম্বর্ধিত ৫ গুনীজনদের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনান হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতা হিসেবে এবং গুনী শিল্পীদের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট, পদক,নগদ অর্থ প্রদান করা হয়। শেষে গুনীজনেরা তাদের অনুভুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার আল মামুন আল রাফি এবং স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হাসনাত দিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা জজকোর্টের পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।