ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার : পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের (আন্তঃ জেলা) ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পুলিশ সুপারের হলরুমে প্রেস ব্রিফিং করে এমন তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলো-মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত তুফান মন্ডলের ছেলে মনিরুল ইসলাম ওরফে খোকন ( ৪২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তাজপুর মোল্লাপাড়া গ্রামের হায়াত মন্ডলেল ছেলে সেলিম মোল্লা( ৩৫), কুষ্টিয়া জেলার বড় বাজার ঘোড়ারঘাট এলাকার মৃত ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা( ৫৮), নাটোরের শ্যামপুর গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে রফিক (৩৮)। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার রাফিউল আলম জানান, মেহেরপুর একটি কৃষি নির্ভর জেলা হওয়ায় অত্র জেলার মাঠেঘাটে প্রচুর সংখ্যক বৈদ্যুতিক সেচ পাম্প বিদ্যমান। গত ২/৩ মাস যাবত মেহেরপুর এবং আশপাশের জেলার ফসলের মাঠ হতে একটি সংঘবদ্ধ চোরচক্র অনুমান ৪০/৪৫ টি ট্রান্সফরমার চুির করে নিয়ে যায়। এ সংক্রান্ত বিষয় নিয়ে মেহেরপুর সদর ও মুজিবনগর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়। উক্ত চুরির ঘটনা মেহেরপুর জেলা পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুর পুলিশের একটি চৌকস টিম উক্ত চোর চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। গত ২ আগস্ট তারিখ পুলিশ পরিদর্শক (ডিবির ওসি) সাইফুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম মেহেরপুর এবং কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরচক্রের ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ট্রান্সফরমার চুরির যন্ত্রপাতি ও দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরির সত্যতা স্বীকার করেছে।ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনের নাম বেরিয়ে এসেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। চোরচক্রের সদস্যদের আইনের আওতায় সোপর্দ করা হয়েছে।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |