ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভোবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর)দুপুরের দিকে জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলঅ পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক । এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভুঁইয়া, জেলঅ আওয়ামীলীগের সাধারন সম্পদক এম এ খালেক, সহ সভাপতি আব্দুল হালিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।ডিজিটাল মেলায় মেহেরপুরের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থান পেয়েছে।

You must be Logged in to post comment.

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯     |     ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন     |     ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |