ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এর আওতায় স্মার্ট মেহেরপুর বিনির্মাণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ হলেই আপনি ঘরে বসেই সব কাজ করতে পারবেন– জেলা প্রশাসক

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেপেুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সরকার কাজ কওে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ হলে ঘওে বসেই আপনি সকল কাজ করতে পারবেন।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমিআপনাদের মেহেরপুরের উন্নয়নে অবদান রাখতে পারবো। এই জেলার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করাই আমার লক্ষ্য।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম রবিবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ স কথা বলেন।
মজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুনের সভাপতিত্বে মুজিবনগর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, মেহেরপুর জেলার সম্ভাবনার সকল দ্বার রয়েছে, যে সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার উন্নয়ন করা সম্ভব।তিনি বলেন স্বাধীনতার স্মৃতি বিজড়িত মুজিবনগর খ্যাত মেহেরপুরের মানুষ যেমন ভাল মাটি ও তেমন ভাল। এই জেলায় কিছু সমস্যা রয়েছে যার অন্যতম সমস্যা মাদক। আমরা এ জেলাকে কিভাবে মাদকমুক্ত করতে পারি সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্যরাখেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমান হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, প্রমুখ্।
এর আগে মুজিবনগর উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে পৌছালে জেলা প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

You must be Logged in to post comment.

মাদারীপুরে জঙ্গল থেকে হিন্দু মহিলার মরদেহ উদ্ধার     |     রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা      |     কেজি দরে লিচু বিক্রি! এক কেজি লিচু এক’শ টাকা     |     ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি     |     লালমনিরহাটে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন     |     নলডাঙ্গার পিপরুল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা     |     সুযোগ পেলে ভয়ংকর শকুনের থাবা দেবে বিএনপি: শাজাহান খান     |     রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |