মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে টিটিসি’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টার সময় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে টিটিসি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্ক্তব্য রাখেন, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম ওবায়দুল বাসার, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি। এর আগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক র্যালি বের করা হয়।
টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে র্যালিটি টিটিসি প্রাঙ্গন থেকে শুরু হয়ে মেহেরপুর পুলিশ লাইনের সামনে দিয়ে ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্নতা করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।