মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোর অয়োজনে কর্মশালা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিনিয়র ফেলোর আয়োজনে স্থানীয় জনসম্পৃক্ত সমস্যা সমাধানে ‘ ইফেক্টিভ এ্যাডভোকেসি ইন এ্যাড্রেসিং লোকাল কমিউনিটি ইস্যু’ শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএ্সএইড-এর অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় বুধবার দুপুরের দিকে মেহেরপুরের একটি রেস্টুরেন্টে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ডিআই এর সিনিয়র ফেলো আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকবর জালাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের মেহেরপুর জেলা সভানেত্রী সাইয়্যেদাতুন নেছা কর্মশালাটি ও আয়োজন করে। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হালিম প্রমুখ্ ।