মেহেরপুরে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে এইচইআইপি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. শামীম হাসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচইআইপি’র নির্বাহী প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভিনা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ নির্বাহী প্রকল্প পরিচালক (প্রাইভেট-১) ড. মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া, যুগ্ম সচিব মাহফুজুর আলম, উপ সচিব আসমা আরা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন, এমডি মুসলিম উদ্দিন আহমেদ পিকুল।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলঅ হাফিয়া, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদেও মো; ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহম্মেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহম্দে, জেলঅ শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, বিআরডিবি’র উপ পরিচালক জাকিরুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ।