মেহেরপুরে নিবাসীদের দক্ষতা ও জীবন মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে নিবাসীদের দক্ষতা ও জীবন মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার (বালক) মেহেরপুরের আয়োজনে শিশু পরিবার সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিক, শিশু ও পরিবার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শিশু পরিবারের শিশুদের লেখাপড়া শিখে দক্ষতা অর্জন করতে হবে। এখানে লেখাপড়া, খেলাধূলা থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে। তাই তিনি শিশুদেও এইি প্রতিষ্ঠান থেকে সুনাগরিকরুপে গড়ে উঠার সুযোগকে কাজে লাগানোর আহবান জানান।