মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সারাফ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সারাফ ভাটপাড়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শিশু সারাফ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে আসলেও সারাফ বাড়ি ফেরে নি। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখে পথচারীরা। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।