মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আলিফ হোসেন আমঝুপি গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার বন্ধুদের সাথে কোলা গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় আলিফ হোসেন।
স্থানীয়রা জানান, আলিফ হোসেন তার কয়েকজন বন্ধু মিলে কোলা গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। অসাবধানতাবশতঃ সে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তার সঙ্গীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে পানির নিচ থেকে আলিফকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম।