ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

আমিরুল ইসলামম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের কনস্টেবল আবু শাহেদ মারা গেছেন।
তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের
ছেলে। তার কনস্টেবল ব্যাচ নং- খুলনা -৭১৬।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, তার মৃত্যু হয়।
কি কারণে তার মৃত্যু হয়েছে এখনও তা জানা যায়নি।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কনস্টেবল আবু শাহেদ শনিবার দিবাগত রাত ৮ টার দিকে ডিউটি শেষ করে তার কর্মস্থল এলাঙ্গী পুলিশ ক্যাম্পে রাতে ঘুমিয়ে পড়ে। আজ রবিবার সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে বিছানায় অসুস্থ্য অবস্থায় দেখে। এসময় তাকে উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আব্দুল্লাহ আল মারুফ জানান,পুলিশ কনস্টেবআবু শাহেদকে চিকিৎসা দেয়ার আগেই মারা যায়।
কি কারণে মারা গেছে সেটি পরিস্কার বোঝা যায়নি।
এদিকে খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম -সেবা) কনস্টেবল আবু শাহেদকে দেখতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন।

পুলিশ সুপার রাফিউল আলম জানান, কি কারণে আবু শাহেদ এর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত না। তবে লাশ ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |