ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে পৃথক দুটি ধর্ষনের সুষ্ঠ তদন্তসহ আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় পৃথক দুটি ঘটনার সুষ্ঠু তদন্তসহ আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আমঝুপি এর গলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলা শাখা। ভিটটিমদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য সচিব আশাদুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের মেহেরপুর জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক, সেক্রেটারী মাহবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু, লিটন মাহমুদসহ জেলার বিভিন্ন পত্র পত্রিকার মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের মজনু শেখের প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে প্রতিবেশী মনিরুল মহলদার। এ ঘটনায় ৪ দিন পর থানায় মামলা হলেও আসামী এখনও গ্রেফতার হয়নি। এছাড়াও ২৪ আগষ্ট মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের ৯ম শ্রেনির এক ছাত্রীকে গণ ধর্ষন করে তার প্রেমিকসহ ও প্রেমিকের ৪ বন্ধু। এ ঘটনায় ৫ জনকে আসামী করে এক সপ্তাহ পরে ৫ জনের বিরুদ্ধে মামলা হলেও এপর্যন্ত ২ জন আটক হলেও বাদবাকী আরও ৩ জন পলাতক থেকে মামলা তুলে না নিলে অপহরণ করার হুমকি অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয় যে, এই মামলা দুটি বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |