মেহেরপুরে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সাথে জন প্রশাসন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের দায়িত্ব নেয়ার পর জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার সন্থ্যা রাতে আব্দুর রাজ্জাক জ্রনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর বাস ভবনে তার সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় তিনি বিদ্যালয়ের নানা বিষয় উপস্থাপন করেন। সৌজন্য সাক্ষাতকালে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারী বালক উচ্চ ্িবদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসিরউদ্দীন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন, ইবনে আবু হেলাল, কামরুজ্জামান, মাহফিজুর রহমান, শামীম রেজা, প্রসেনজিৎ বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।