মেহেরপুরে প্রবাস ফেরত শরিফুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের প্রবাস ফেরত শরিফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রায়পুর গ্রামবাসী। বুধবার বিকেলে মেহেরপুর শহরের অক্সফোর্ড কিন্ডার গার্টেনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শরিফুল ইসলামের পিতা বাবুর আলী, মা আনোয়ারা খাতুন, স্ত্রী রুবিনা খাতুন, মেয়ে রুমাইয়া খাতুন , বোন শাহানারা মামলার প্রধান আসামী একরামুল হকের বড় ভাই জালিমুল , আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, শিক্ষক আইয়ুব হোসেন, শামীমুল ইসলাম, মিজানুর রহমান, মামলার বাদি ও সাবেক ইউপি সদস্য কাবুল আলী, বর্তমান ইউপি সদস্য আক্কাস আলী প্রমুখ।
বক্তারা মামলার প্রধান আসামী একরামুল হক খোকনের ফাসির দাবি জানান। পরে মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেস হয়। মানববন্ধন ও মিছিলে রায়পুর গ্রামের আবাল বৃদ্ধা বনিতা সকল নারী পুরুষ অংশগ্রহন করেন।
প্রবাস ফেরত যুবক শরিফুল ইসলাম (৪০) কে কুপিয়ে হত্যার প্রধান আসামী একরামুল হক খোকনকে ৮ দিন পর চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। আটক একরামুল হক খোকন সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে। গোপন সূত্রের খবর পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে সদর থানার একদল ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, মেহেরপুরে পাওনা টাকা আদায়ের জের ধরে শরিফুল ইসলাম (৪০) নামের এক প্রবাস ফেরত যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
বিগত বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার হাতীকাটার মোড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।