মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে খেলার সমাপ্তি শেষে পুরস্কার বিতরন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। ৭ জুন থেকে ৯ জুন ৩ দিনব্যাপী জেলার বিভিন্ন কলেজের ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহনে খেলা শুরু হয়। ফাইনাল খেলায় গাংনী সরকারী ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ অজিজুল ইসলাম এর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস , পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য, এ্যাড, ইব্রাহীম শাহীন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।
মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে গাংনী সরকারী কলেজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করে।