মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ প্রস্তুতি সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. শামীম হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায়, সহকারী শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলঅ ক্রীড়া অফিসার আরিফ আহম্মেদ। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সদও উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান , সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, ডা. কামরুন্নাহার , পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।