মেহেরপুরে বজ্রপাতে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জাব্বারুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের মাঠে ধান রোপন করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। দীনমজুর জাব্বারুল ইসলাম গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের আব্দাল হকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বজ্রবৃষ্টি হচ্ছিল। কালো মেঘে আকাশ ঢেকে ছিল। মাঝে মঝেই বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। এ সময় জাব্বারুল ইসলাম বাথানপাড়া মাঠে ধান রোপন করার এক পর্যায়ে বিকট শব্দেএকটি বজ্রপাত তার শরীরে পড়লে সে গুরুতর ভাবে আহত হয়। এসময় মাঠের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।