মেহেরপুরে বিএনপির জেলা মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে মেহেরপুর জেলা মহিলাদলের উদ্যোগে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভার শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সায়দাতুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ, জেলা মহিলা দলের সম্পাদক লাইলা আরজুমান বানু প্রমুখ।
আলোচনা সভার আগে মেহেরপুর বোস পাড়া থেকে সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় জেলা,উপজেলা ও পৌর বিএনপির মহিলাদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।