মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ্ ে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে ব্যাপক আলোচনা করা হয়। মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ্ ে।
জেলা প্রশাসক মো. শামীম হাসান এর সভাপতিত্বে ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি যুক্ত ছিলেন, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, তথ্য অধিকার অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আরডিসি রনি খাতুন। এর আগে একটি র্যালি বের করা হয়।
একইভাবে গাংনীতে বিশ্ব পর্যটন দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ্ ে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে ব্যাপক আলোচনা করা হয়। এবারে ‘ পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, খোন্দকার সহিদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মনোমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা পর্যটন জায়গা গুলো যেমন আমরা বিনোদনের জায়গা হিসেবে চিহ্নিত করি তেমনি এই পর্যটন শিল্প থেকে আমাদের সরকারের রাজস্ব আসে। আমাদের জেলায় স্বাধীনতার সূতিকাগার খ্যাত মুজিবনগর স্মৃতিসৌধ, কমপ্লেক্স,আ¤্রকানন, আমঝুপি নীল কুঠি ও গাংনীর ভাটপাড়া ডিসি ইকো পার্ক পর্যটন এরিয়া হিসেবে পরিচিত। এই পর্যটন শিল্পকে আমাদের রক্ষা করতে হবে।এর সৌন্দর্য বর্ধনে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
র্যালি উত্তর আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, গাংনী উপজেলা আনসার ও ভিডিপি অফিসের টিআই উর্মিলা বিশ্বাস,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কমকর্তা-কর্মচারীবৃন্দ , সাংবাদিকবৃন্দ ও সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।