মেহেরপুরে বিশ্ব মা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরে বিশ্ব মা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকাল সাড়ে ৩ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনির প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
একইভাবে গাংনীতেও বিশ্ব মা দিবস পালিত হয়েছে।‘শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গাংনীতে বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিও হোসেন শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।