মেহেরপুরে বিসিএস সাধারন শিক্ষা সমিতির জেলা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা , পদোন্নতি, পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন, ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন সহ বিসিএস সাধারন শিক্ষা কাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে বিসিএস সাধারন শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত । সারা দেশের ন্যায় মেহেরপুরেও বিসিএস সাধারন শিক্ষা সমিতির উদ্যোগে দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় েেমহেরপুর জেলা প্রেস ক্লাবের সভা কক্ষে বিসিএস সাধারন শিক্ষা সমিতির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দাবি দাওয়া সম্বলিত প্রেস নোট(বক্তব্য) পাঠ করেন, মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু। তিনি বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু দীর্ঘ দিনেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা আর বৈষম্যেও মাধ্যমে এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। এ পেশাকে গ্রাস করছে অদক্ষ অপেশাদার রা।
শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে একটি দক্ষ , যুগোপ যোগী ও স্বয়ং সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাপনা প্রয়োজন।
শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে উপজেলা জেলা অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্প সমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদেও নিয়োগ এখন সময়ের দাবি। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর সংশ্লিষ্ট সকল দপ্তরের নবম গ্রেডের উপওে সকল পদ শিক্ষা ক্যাডারের অফশিলভুক্ত। এসব পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তা বাদে অন্য কারও পদায়নের সুযোগ নেই্ । এ ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে লিখিতভাবে আপত্তি জানানোর পরেও বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের তফশিলভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২ টি পদ শিক্ষা ক্যাডারের তফশিল বহির্ভূত কওে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি চুড়ান্ত করা হয়েছে। আমরা শিক্ষা ক্যাডার বিরোধী ্এ সকল কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে এ বিধি বাতিলের দাবি করছি।
শিক্ষা ক্যাডাওের বর্তমানে ১৬ হাজার কর্মকর্তা থাকলেও এই মূহুর্তে শিক্ষা ক্যাডারে পদোন্নতি যোগ্য কর্মকর্তার সংখ্যা ৭ হাজারের বেশী। এর মধ্যে অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য ১২০০ জন। সহযোগী অধ্যাপক পদোন্নতি যোগ্য ৩ হাজার জন, সহকারি অধ্যাপক পদোন্নতিযোগ্য কর্মকর্তা রয়েছেন ৩ হাজার জন। এসব কর্মকর্তাদের পদোন্নতির জন্য সরকারের কোন অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে না।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের জন্য নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না। পূর্বেও তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে , শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, সিলেবাস/কোর্স বেড়েছে কয়েকগুন। কিন্তু সে তুলনায় পদ সৃজন হয়নি।
বর্তমানে উচচ শিক্ষা স্তওে শিক্ষার্থী রয়েছে ৫০ লাখ। সেই তুলনায় শিক্ষাথীৃ অনুপাতে শিক্ষা প্রশাসনে র্মকর্তাও সংখ্যা মাত্র ১৬ হাজার। শিক্ষার মতো গুরুত্বপূর্ন একটি খাতে ১২ হাজার ৪৪৪ জন পদ সৃজনের প্রস্তাব করা হলেও অদ্যাবধি তা করা হয়নি। শিক্ষা সেক্টরের মত একটি গুরুত্ব পূর্ণ সেক্টরে ৪র্থ গ্রেডের উপর কোন পদ নেই। অন্য ক্যাডার কর্মকর্তারা ৫ম গ্রেড হতে ৩য় গ্রেড পদোন্নতি পান । অথচ শিক্ষা ক্যাডারে সর্Ÿোচ্চ পদ অধ্যাপক পদটি ৪র্থ গ্রেড হওয়ায় শিক্ষা ক্যাডারের ৫ম গ্রেড হতে ৩য় গ্রেডে পদোন্নতির সুযোগ নেই।একইভাবে শিক্ষা ক্যাডারকে অবকাশকালীন বিভাগ করে রাখায় শিক্ষা ক্যাডার কর্মকর্তা পূর্ণ বেতনে অর্জিত ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে শিক্ষার্থীদেও ছুটিকালীন সময়ে শিক্ষকরা ১০/১৫ লাখ টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাই অবিলম্বে শিক্ষা ক্যাডারের কর্মকধরকে নন ভেকেশন সার্ভিস ঘোষনা করতে সমিতি জোর দাবি জানাচ্ছে। দেশের সার্বিক শিক্টষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করেন। এসব দাবি সাধারন শিক্ষা সমিতির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রী মহোদয়ের নিকট করা হয়েছে।
আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। ন্যায্য দাবি পূরণে অগ্রগতি না হলে আগামী ১০.১১.১২ ইং অক্টোবরটানা ৩ দিনের কর্মবিরতি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন , মেহেরপুর সরকারী কলেজের প্রফেসর সাফিউর ইসলাম সরদার ।
এসময় মেহেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, সহযোগী অধ্যাপক মঈনূল ইসলাম, হাবিবুর রহমান, মিরাজ উদ্দীন, সরকারী মহিলা কলেজের অধ্যাপক আতিয়ার রহমান, নজির আহমেদ সিদ্দিকী, মিলন মন্ডল প্রমুখ।
সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সম্পাদক মাহাবুব চান্দুসহ কলেজের বিসিএসক্যাডার শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।