মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : দুর্নীতির ২ মামলায় ১৭ বছরের সাজা স্থগিত কওে সাময়িক মুক্তি থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃ শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ করেছে গাংনী উপজেলা ও মেহেরপুর জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ আরুণ ও সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।