মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে ইউনিয়ন ভূমি সহকারী, ভূমি উপ সহকারী , ট্রেসার ও সম পদমর্যাদার কর্মকর্তাদের ৫ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আর বাকী, সিনিয়র সহকারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।