ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ১ সদস্য আটক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর থেকে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল পরিবর্তন চক্রের মিশুক ইসলাম (১৭) নামের এক সদস্য আটক হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা মুজিবনগর থানাধীন যতারপুর গ্রামের জনৈক লিটনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে। আটক মিশুক যতারপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। উক্ত আসামীর বিরুদ্ধে শনিবার মুজিবনগর থানায় ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২)/৬৬(২) ধারার মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬-এর কোম্পানী কমান্ডার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেয়ে মেহেরপুরের মুজিবনগরের যতারপুর হতে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য মিশুক ইসলাম (১৭)-কে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত মিশুকের দেহ তল্লাশী করে তার পরনে থাকা ফুল প্যান্টের ডান পকেট হতে ভূয়া প্রশ্নপত্র সরবরাহের কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল পরীক্ষা করে দেখা যায় ফেসবুকে উক্ত কিশোর গফ চৎড়ংড়হড় নামে ফেক আইডির মাধ্যমে এসএসসি, এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্ন তৈরী করে উক্ত প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দেয়। তার দেয়া স্ট্যাটাস দেখে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থীরা প্রলোভনের স্বীকার হয়ে তার নিকট হতে মোটা অংকের টাকার বিনিময়ে প্রশ্নপত্র ক্রয় করে। এছাড়া তার নিকট হতে উদ্ধারকৃত মোবাইলের ফেসবুক ও মেসেঞ্জারের মেসেজ বিশ্লেষণ করে আরও দেখা যায় যে, গ্রেফতারকৃত আসামী এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে তাদের এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ডের কপি গ্রহনপূর্বক অর্থ আদায় করেছে। এরূপ অনৈতিক কাজ করে উক্ত আসামী বিভিন্ন শিক্ষার্থীদের নিকট হতে বিকাশ, রকেট ও বিভিন্ন পন্থায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে জিজ্ঞাসাবাদে সে জানায়। উক্ত উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় হস্তান্তর করতঃ ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২)/৬৬(২) ধারার মামলা দায়ের করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |