ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (মেহেরপুর জেলা) সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে শহরের কোর্ট সড়কে মেসার্স নিউ পল্লীশ্রী জুয়েলার্সে অভিযান চালানো হয়। এ সময় ২২ ক্যারেট বলে বিক্রয় করা স্বর্ণের দুল পরীক্ষা করে ২০.৪৫ ক্যারেট পাওয়া যায়।
ক্যারেটে প্রতারণার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শহরের বড় বাজার এলাকায় গিয়াস মিষ্টান্ন ভান্ডারের কারখানায় নোংরা পরিবেশের কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গাংনী র‌্যাব-৬ ক্যাম্পএর কমান্ডার আবুল কালাম আজাদ, জেলঅ স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তাজিরুল হক।

You must be Logged in to post comment.

মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |     পার্বতীপুরে ট্টাক উল্টে বিদ্যুতের খুটিতে            |