ঢাকা, রবিবার, ১১ই জুন ২০২৩ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি মিষ্টান্ন ভান্ডারকে ৭০ হাজার টাকা জরিমানা

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালিয়ে গাংনীর বামন্দী বাজারের দ’ুটি মিষ্টান্ন ভান্ডারকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (মেহেরপুর জেলা) সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে র‌্যাব-৬ ক্যাম্পের সমন্বয়ে অভিযানে বামন্দী বাজারে অভিযান চালানো হয়। এ সময় হানিফ মিস্টান্ন ভান্ডারে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, খাবার সংরক্ষণ ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেয়ার অভিযোগে দুই হোটেল ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
নোংরা পরিবেশে দই মিষ্টি, মাছ মাংস খোলা জায়গায় রাখার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের মেসার্স আমিন মিষ্টান্ন ভান্ডারে বিক্রয় কেন্দ্রে দুই মিষ্টি ক্রেতা ভোক্তাদের ওজনে কম দিয়ে ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৭ ও ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গাংনী র‌্যাব-৬ ক্যাম্পএর কমান্ডার আবুল কালাম আজাদ, প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তাজিরুল হক।এ সময় বাজার কমিটির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনাকাঙ্খিত মূল্য বৃদ্ধির বিষয়ে সকলকে সচেতন করা হয়।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |