মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি মিষ্টান্ন ভান্ডারকে ৭০ হাজার টাকা জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালিয়ে গাংনীর বামন্দী বাজারের দ’ুটি মিষ্টান্ন ভান্ডারকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (মেহেরপুর জেলা) সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে র্যাব-৬ ক্যাম্পের সমন্বয়ে অভিযানে বামন্দী বাজারে অভিযান চালানো হয়। এ সময় হানিফ মিস্টান্ন ভান্ডারে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, খাবার সংরক্ষণ ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেয়ার অভিযোগে দুই হোটেল ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
নোংরা পরিবেশে দই মিষ্টি, মাছ মাংস খোলা জায়গায় রাখার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের মেসার্স আমিন মিষ্টান্ন ভান্ডারে বিক্রয় কেন্দ্রে দুই মিষ্টি ক্রেতা ভোক্তাদের ওজনে কম দিয়ে ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৭ ও ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গাংনী র্যাব-৬ ক্যাম্পএর কমান্ডার আবুল কালাম আজাদ, প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তাজিরুল হক।এ সময় বাজার কমিটির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনাকাঙ্খিত মূল্য বৃদ্ধির বিষয়ে সকলকে সচেতন করা হয়।