মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ গ্যাস ব্যবসায়ীকে জরিমানা


মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে বেশী দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে মেরেপুর শহরের কাঁসারী বাজার এলাকায় মেসার্স এস এম গ্যাস হাউজে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানী থেকে ১ হাজার ২৯৫ টাকায় পূর্বেও কম দামে গ্যাস ১ হাজার ৫৭০ টাকায় করা সহ মূল্য তালিকা , লাইসেন্স বহির্র্ভূতভাবে আবাসিক এলাকায় অনুমোদনহীন গোডাউনে গ্যাস মজুদ করার অভিযোগে প্রতিষ্ঠান মালিক সাজ্জাদ হোসেন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে মেসার্স জাকির এন্ড ব্রাদার্স এর মালিকের নিকট থেকে গ্যাস ও অন্যান্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের উপ পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপনন কার্যালয়ের মো. জিবরাইল হোসেন, মেহেরপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টও (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের একটি দল।