মেহেরপুরে মানব পাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ড-জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মেহেরপুরে প্রথম রায়ে বিদেশে পাচার করে অর্থ আত্মসাত করার অপরাধে মাসুদ রানা নামে এক মানব পাচারকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে মানব পাচার দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম (জেলা ও দায়রা জজ) এ রায় দেন। সাজাপ্রাপ্ত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর নওপাড়া উপজেলার ধোপাটি নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে। সাজাপ্রাপ্ত মাসুদ রানা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে,মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আকবর আলী মীরের ছেলে সাইবুর রহমানকে লিবিয়া পাঠানোর নাম কওে ২০১৪ সালের ১ জুলাই মাসুদ রানা আকবর আলী মীওেরর নিকট থেকে ৭ লাখ টাকা গ্রহন করে। টাকা নেয়ার পর থেকে সাইবুর রহমানকে ঢাকা নেয়ার কথা বলে আত্মগোপন হয়। পরে প্রতারণা ও মানব পাচার আইনে আকবর আলী ২০১৪ সালে ২ অক্টোবর মুজিবনগর থানায় মাসুদ রানা, সোহেল রানা, ও জলিল এর নামে মামলা করেন। যার নং-২, মানব পাচার মামলা নং-৪/১৪।
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(২) ধারায় অভিযোগ গঠন করা হয়।
বাদি অভিযোগ করে বলেন, মাসুদ রানা অবৈধ পথে আমার ছেলেকে লিবিয়া পাঠায়। পরবর্তীতে সাইবুর রহমান মারা গেলেওঅবেধ ভাবে বিদেশ যাওয়ার কারনে তার লাশ দেশে আনা সম্ভব হয়নি।
১২ জন স্বাক্ষীর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারদন্ড , ১৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ডাদেশ দেন আদালত।