মেহেরপুরে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ২ কিশোর হতাহত।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত শাওন আলী (১৫) অবশেষে মারা গেছে। আহত শাওন আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। শাওন আলী মেহেরপুর সদও উপজেলার শোলমারী পাঠানপাড়া গ্রামের মো. আশরাফ আলীর ছেলে এবং শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আজ বুধবার সকালের দিকে শাওন ও তার বন্ধু সৌরভ মোটর সাইকেলযোগে মেহেরপুর শহরে আসছিল। এ সময় তারা মেহেরপুর শোলমারীর মাঝামাঝি তেরঘরিয়া বিলের পাশে পৌছালে মোটর সাইকল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার ট্রলাকে ধাক্কা মারে। এতে ২ জন মারাত্মক আহত হলে পথচারীরা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।
আহত শাওনের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে পাবনার কাছাকাছি পৌছালে শাওনের মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ওসি সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।