মেহেরপুরে যাত্রীবাহী বাস খাদে। মহিলাসহ ৭ জন গুরুতর আহত।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে অলিনগর গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মহিলাসহ ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছে তবে কোন নিহতের খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী রাকিবুল ইসরাম জানান, কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাস মেহেরপুরে আসছিল। বাসটি মীরপুর বাজারের কাছে পৌছালে বাসের হর্ন ও লাইট কেটে যায়। চালককে বার বার সতর্ক করা হলেও চালক তা কর্ণপাত করে নি।তেরাইল বাজারের কাছাকাছি আসলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেরপুর জেলা শহরের মন্ডলপাড়ার মোজাম্মেল হকের স্ত্রী শাহিনুর আক্তার (৪৫), গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের কাতব আলীর ছেলে তহিদুল ইসলাম (৩৫),চেংগাড়া গ্রামের মনিরুলের ছেলে শাহনেওয়াজ (২৫), ধর্মচাকী গ্রামের আলী হোসেনের ছেলে ওয়াসিম আকরাম (৪০), একই গ্রামের রহিম বক্সের ছেলে আলী হোসেন (৬০), গাড়াডোব গ্রামের জালালউদ্দীনের ছেলে জাহিদ হোসেন (৩৪), একই গ্রামের সামসুদ্দীনের ছেলে শাওন আলী (২৫)।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌছায়। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদের কয়েকজনের অবস্থা আশ্কংাজনক দেখে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
।