মেহেরপুরে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর কোম্পানীর সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম সার্বিক নির্দেশনায় গত শনিবার দুপুরে একটি চৌকস আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেরাইল ও পৌর এলাকার ২ টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।অভিযানে গাংনী ক্যাম্প কোম্পানী কমান্ডার এ এসপি মো. মনিরুজ্জামান সিপিসি-৩ এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে গাংনী উপজেলার তেরাইল বাজারে মেসার্স পরশ এন্টারপ্রাইজ মো. জাহাঙ্গীর আলম (৫৮ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা ভঙ্গের অপরাধে মামলা নং ৮১/২০২৩ এর ভিত্তিতে ৫০ হাজার টাকা অর্থ দন্ড ও গাংনী বাজারের ঝিনের পুলে মেসার্স নাজ এলপিজি অটো গ্যাস এবং ফিলিং স্টেশন এর মালিক ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা ভঙ্গের অপরাধে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।